ওমানের আল বাতিনা প্রদেশে হাজারেরও বেশি ভেজাল পণ্য জব্দ

পশু চিকিৎসার পণ্য বিক্রি করা একটি প্রতিষ্ঠান থেকে এক হাজারেরও বেশি ভেজাল পণ্য জব্দ করেছে ওমানের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিপিএ)। দেশটির দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের বারকা শহর থেকে এই ভেজাল পণ্য জব্দ করা হয়। 

অত্র প্রদেশের ভোক্তা সুরক্ষা বিভাগ, পরিদর্শন ও বাজার নিয়ন্ত্রণ বিভাগের সহায়তায় এই অভিযান পরিচালনা করে। রবিবার টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়েছে, উক্ত প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ পণ্যগুলির তারিখগুলো পরিবর্তন করে ও অন্যান্য বৈধ পণ্যের সঙ্গে মিশিয়ে বিক্রি করছিলো। 

তাছাড়া সেখানে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ পণ্যও পাওয়া গেছে। পরিদর্শন ও বাজার নিয়ন্ত্রণ দল, কৃষি, মৎস্য ও জল সম্পদ অধিদপ্তরের সহযোগিতায়, প্রদেশের বিভিন্ন বাজারগুলোতে অভিযান পরিচালনা করে আসছে। এর আগে ২০১৭ সালের দিকেও একই ধরনের পণ্য পাওয়া গিয়েছিল বাজার অভিযানে। 

তখন ১০৯টি পণ্য বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই অনুযায়ী, অধিদপ্তর লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

Post a Comment (0)
Previous Post Next Post