গভীর নদীতে নৌকার মাঝে তরুণ-তরুণীর খোলামেলা নাচের ভিডিও ভাইরাল, (ভিডিও)

হ্যাম্পশায়ারের বাসিন্দা ক্লেওর এটফিল্ড iPhone 8 Plus ফোন ব্যবহার করতেন। কিন্তু ১ বছর আগে তাঁর ফোন সমুদ্রে পড়ে যায়। ওই মহিলা তাঁর আইফোন নিজের গলায় ঝুলিয়ে রাখতেন।

২০২১ সালে সমুদ্রে প্যাডেল বোর্ডিং করার সময়, তিনি সমুদ্রে পড়ে যান। এর ফলে তাঁর ফোন গলা থেকে বেরিয়ে সমুদ্রে পড়ে যায়। যা তলিয়ে যায় সমুদ্রের জলার তলায়। ১ বছর পরে সেই iPhone 8 Plus আবার খুঁজে পাওয়া যায়। কিন্তু সবথেকে চমকে দেওয়া ব্যাপার হল সেটি কাজ করছে।

কোম্পানির ওপর ভরসা –

১ বছর পর ওই মহিলার সেই ফোন ব্রডলি নামের এক ব্যক্তি খুঁজে পান। তিনি ওই মহিলাকে খুঁজে তার ফোন সম্পর্কে জানান। কিন্তু ওই মহিলা তখনও বিশ্বাস করতে পারছিলেন না যে, তাঁর ফোন খুঁজে পাওয়া গিয়েছে।

সমুদ্রে পড়ে যাওয়ার সময় সেই ফোন ওয়াটারপ্রুফ ব্যাগের মধ্যে ছিল। সেই ব্যাগ সমুদ্রের জল থেকে এবং সমুদ্রের নিচের বিভিন্ন ধরনের জিনিস থেকে ফোনকে বাঁচাতে সাহায্য করে। সেই iPhone 8 Plus-এর পেছনের দিকটা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে।

কিন্তু তাও সেই iPhone 8 Plus অন হচ্ছে এবং কাজ করছে। সম্প্রতি অ্যাপল তাদের iPhone 14 লঞ্চ করেছে। iPhone 8 Plus অনেক পুরনো ফোন। অ্যাপল এখন এই ফোন তৈরি করা বন্ধ করে দিয়েছে।

কিন্তু iPhone 8 Plus-এর এমন খবর জানতে পেরে অনেকেরই অ্যাপলের ওপর ভরসা আরও বেড়ে যাবে।

Post a Comment (0)
Previous Post Next Post