মহামারির আগের অবস্থায় ফিরছে ওমান, ফ্লাইটের সংখ্যা বাড়লো যত শতাংশ

করোনা মহামারীর পর ফের পূর্বের অবস্থায় ফিরে এসেছে ওমানের বিমান চলাচল কার্যক্রম। দেশটির সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে করোনার পর প্রায় ৯০ শতাংশে ফিরে এসেছে ফ্লাইট কার্যক্রম। 


আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস উপলক্ষে ওমানের সর্বশেষ সরকারী পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়। ১৩ ডিসেম্বর ওমান সিভিল এভিয়েশনের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ওমান ডেইলি। 

পরিসংখ্যানে বলা হয়, চলতি বছর ওমানে ৭২ হাজারের বেশি ফ্লাইট উঠানামা করেছে। যা ২০২১ সালের একই সময়ের তুলনায় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যাত্রী পরিবহন আগের বছরের পরিসংখ্যানের তুলনায় ১১৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৮ লাখ ২৪ হাজার ১০৩ জনে দাঁড়িয়েছে।

মালবাহী পরিবহনের ক্ষেত্রে, এটি ১ লাখ ২০ হাজার ৭৮৮ টনে পৌঁছেছে, যা ২০২১ সালের একই সময়ের তুলনায় এই বছরের প্রথম দশ মাসে ৩২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক বিবৃতিতে ওমান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান নায়েফ বিন আলি আল আত্রি বলেন, 

বিমান চলাচলের নিরাপত্তা এবং বিমান পরিবহণের টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে সমস্ত নতুন কৌশল ও পদ্ধতিকে অনুসরণ করা হচ্ছে, যা ভবিষ্যতে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে এবং বিভিন্ন ক্ষেত্র ও খাতে বিনিয়োগ বাড়াবে। 

Post a Comment (0)
Previous Post Next Post