আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে গত রোববার (১৮ ডিসেম্বর) পর্দা নেমেছে ফুটবল মহাযজ্ঞের। যেখানে চ্যাম্পিয়ন দল ছাড়াও সেরা ফুটবলাররা পারফর্ম করে মন জয় করে নিয়েছেন গোটা বিশ্বের। বিশ্বকাপ শেষ হতে না হতেই এবার বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে সেরা ফুটবলারদের তালিকা।
২০২২ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হয়েছেন লিওনেল মেসি। তার হাত ধরেই ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। সেরা একাদশে রাইট উইঙ্গারের জায়গাটা দখল করে নিয়েছেন তিনি।
অন্যদিকে লেফট উইঙ্গার পজিশনে আছেন কিলিয়ান এমবাপ্পে। আর স্ট্রাইকার পজিশনে জায়গা করে নিয়েছেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপের সর্বোচ্চ আট গোল করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। আর চার গোল করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক আলভারেজ।
এদিকে, বিশ্বকাপের সেরা একাদশে গোলরক্ষকের স্থানটি দখল করে নিয়েছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালের রাতে নিজের ক্যারিয়ারের সেরা পারফর্ম করে টাইব্রেকারে জিতিয়েছেন আর্জেন্টিনাকে।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষেও আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন তিনি। বিশ্বকাপে ৪টি পেনাল্টি ঠেকিয়েছেন এই গোলকিপার। তবে অনেকেই সেরা গোলরক্ষকের জায়গায় রেখেছেন ক্রোয়েশিয়ার লিভাকোভিচকে। বিশ্বকাপে মোট ২৫টি সেভ করেছেন এই ক্রোয়েশিয়ান।
বিশ্বকাপে সেরা রাইটব্যাকে স্থান পেয়েছেন মরক্কোর আশরাফ হাকিমি। আর সেন্টার ব্যাকের জায়গা পেয়েছেন ক্রোয়েশিয়ার জসকো গাভারদিওল। এ ছাড়া আরেক সেন্টার ব্যাকে রয়েছেন আর্জেন্টাইন নিকোলাস ওতামেন্দি। এছাড়া লেফট ব্যাকে ফ্রান্সের থিও হার্নান্দেজ জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। সেমিফাইনালে একটি গোল আছে তার।
বিশ্বকাপে ফ্রান্সের মাঝমাঠের দায়িত্ব সামলেছেন আঁতোয়ান গ্রিজম্যান। বিশ্বকাপজুড়ে কন্তে-পগবাদের অভাব বুঝতে দেননি তিনি। বিশ্বকাপে ৩টি অ্যাসিস্ট করে গ্রিজম্যান জায়গা করে নিয়েছেন সেরা একাদশে।
এদিকে, গেল বিশ্বকাপের গোল্ডেন বল পাওয়া লুকা মদ্রিচও আছেন বিশ্বকাপের সেরা একাদশে। মধ্যমাঠে বল নিয়ন্ত্রণ করে ক্রোয়েশিয়াকে তৃতীয় স্থানে নিয়ে যাওয়ায় বড় ভূমিকা পালন করেন তিনি। অনেকে আবার মরক্কোর সোফিয়ান আমরাবাত ও আর্জেন্টাইন তরুণ এনজো ফার্নান্দেজকেও এ জায়গায় ঠাঁই দিয়েছেন।
তবে সেরা একাদশে জায়গা করে নিতে পারেনি ব্রাজিলের কোনো তারকা। জায়গা হয়নি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোরও। কিছু কিছু ব্রিটিশ সংবাদমাধ্যম ইংল্যান্ডের একাধিক খেলোয়াড়কে রেখে বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে।