দেশটির ইংরেজী সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে অনুযায়ী, গত ১০ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে আল বুস্তান সেন্টারের কাছে ওই পরিবারের অ্যাপার্টমেন্টের ৯ তলা থেকে খোলা ছোট্ট জানালা দিয়ে পড়ে যায় মেয়েটি।
খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে দাপ্তরিক কাগজপত্র শেষ করার পর শি;শু;টির মরদেহ শে;;ষকৃত্যের জন্য ভারতে নিয়ে আসার কথা তার পরিবারের।
এক প্রতিবেশীর কথায়, খুবই ছোট জানালা এবং কোনও শি;শু;র পক্ষে ওই জানালা দিয়ে যাওয়া প্রায় শা;রীরিকভাবে অসম্ভব।
তিনি বলেন, “আমি নিশ্চিত নই কীভাবে এটা ঘটল, কিন্তু এটা হৃ;দ;য়;বি;দা;র;ক। সংযুক্ত আরব আমিরাতে এ নিয়ে তৃতীয়বারের মতো পাঁচ বছরের শি;শুটির মৃ;;;ত্যু হলো।
গত মাসে শারজায় আল তাওউন এলাকার একটি ভবনের ১৪ তলা থেকে পড়ে এশিয়ান বংশোদ্ভূত তিন বছরের এক শি;শু;র মৃ;;;;ত্যু হয়।
গত ফেব্রুয়ারিতে শারজার কিং ফয়সাল স্ট্রিটে )অবস্থিত একটি আবাসিক টাওয়ারের ৩২ তলা থেকে পড়ে ১০ বছর বয়সী এক এশীয় শি;শু;র মৃ;;;;ত্যু হয়।