সেমিফাইনালে মিলেছে! এবার কাতার বিশ্বকাপ ফাইনাল নিয়ে যে ভবিষ্যদ্বাণী!

ক্রীড়া দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে ফ্রান্স-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ। তরুণ কিলিয়ান এমবাপ্পে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতবে, নাকি ৩৬ বছরের দুঃখ ঘুচিয়ে লিওনেল মেসির হাতে উঠবে আলবিসেস্তেদের স্বপ্নের ট্রফি; এ নিয়ে সয়লাব ফুটবল বিশ্ব। 

এর মধ্যে আমেরিকান সংবাদমাধ্যম এবিসি নিউজের মতামত জরিপ বিশ্লেষণ, রাজনীতি, অর্থনীতি ও ক্রীড়া ব্লগ বিষয়ক ওয়েবসাইট ফাইভথার্টিএইট সুখবর দিয়েছে মেসিদের। 

ওয়েবসাইটটি তাদের ভবিষ্যদ্বাণী করেছে, কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার সম্ভাবনা ৫৩ ভাগ। তাদের প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের সম্ভাবনা ৪৭ শতাংশ।ফাইভথার্টিএইট ফুটবলের সক্ষমতা বিবেচনায়ও এগিয়ে রেখেছে লিওনেল মেসিদের। সেখানে একশোতে আর্জেন্টিনার রেটিং ৮৮ দশমিক ৯। 

অন্যদিকে এমবাপ্পেদের রেটিং দেখানো হয়েছে ৮৮ দশমিক ৪। মূলত নিরপেক্ষ ভেন্যুতে দুদলের গোল করার সক্ষমতা, সম্ভাব্য গোল হজমের সংখ্যা, সাম্প্রতিক পারফরম্যান্স সব কিছু মিলিয়ে তারা এ রেটিং দিয়েছে। 

এর আগে সেমিফাইনালে দেয়া এ ওয়েবসাইটটির ভবিষ্যদ্বাণী মিলেছে। যেখানে তারা ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা দিয়েছিল ৬৪ শতাংশ। অন্যদিকে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ছিল ৬৬ শতাংশ। এবার দেখার অপেক্ষায় কতটা সত্য হয় তাদের ভবিষ্যদ্বাণী। 

তবে ফাইভথার্টিএইটের ভবিষ্যদ্বাণী নিয়ে হতাশ হওয়ার কিছু নেই ফরাসি সমর্থকদের। কারণ ব্রাজিলের জ্যোতিষী অ্যাথোস সালোম ভবিষ্যদ্বাণী করেছেন, ফাইনালে হারবে আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর আগেই তিনি এ ভবিষ্যদ্বাণী করেছিলেন। এর আগে নিজ দেশকে নিয়ে করা তার ভবিষ্যদ্বাণী মিলেছে।

Post a Comment (0)
Previous Post Next Post