নৌকার মাঝে দুই তরুনীর খোলামেলা নাচের ভিডিও তুমুল ভাইরাল, (ভিডিও)

 


নৌকার মাঝে দুই তরুনীর খোলামেলা নাচের ভিডিও তুমুল ভাইরাল,

পরিবার ও সমাজের বিরুদ্ধে দীর্ঘ দিনের ল’ড়াইয়ের পর অবশেষে সুখের দিন এল আদিলা নাসের ও ফাতেমা নূরের জীবনে। পরিবারের আ’পত্তির কারণে গত জুন মাসে আ’লাদা হয়ে গিয়েছিলেন এই স’ম’কামী যুগল।

কেরল হাইকোর্টের উদ্যোগে আবার কাছাকাছি এলেন তাঁরা। আদিলা ও ফাতেমার সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর ফাতিমার পরিবার তাঁকে বাড়িতে বন্দি করে রাখে। ফাতিমা আ’দৌ বেচে আছেন কি না,

তা যাচাই করার জন্য কেরল হাইকোর্টে ‘হেবিয়াস কর্পাস’ পিটিশন ফাইল করেন। আদালত ফাতিমার প’রিবারকে আদেশ দেয় তাঁকে কোর্টে নিয়ে আশার জন্য। বিস্তারিত শুনে আ’দলাত দু’জনকে একসঙ্গে থাকার অ’নুমতি দেয়।

সম্প্রতি বিয়ের ফোটোশুট করলেন যুগল। তাঁদের ছবি ইতিমধ্যেই ভা’ইরাল। আদিলা বলেন, ‘‘বধূবেশে ফোটোশুট করার ভা’বনাটা বেশ ভাল লেগেছিল আমাদের। তাই এই ফোটোশুট!’’ভারতে এখনও স’মলিঙ্গ বিবাহ আইনি স্বী’কৃতি পায়নি।

তবে ভবিষ্যতে এই যুগল সত্যিই একে অপরকে বিয়ে করতে ইচ্ছুক। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ফোটোশুটে দু’জনের পরনেই লেহঙ্গা। কখনও মা’লাবদল, কখনও একে অপরকে চুম্বন।

একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নানা খুশির মুহূর্ত। তবে সবটাই থাকল ক্যা’মেরাবন্দি। স্বপ্নটাকে বাস্তব করতে আরও খানিকটা সময় চেয়ে নিয়েছেন তাঁরা।

Post a Comment (0)
Previous Post Next Post