যে কারণে কুয়েতের মুদ্রা মার্কিন ডলারের চেয়েও শক্তিশালী


এশিয়া তো বটেই, পুরো পৃথিবীর মধ্যেই সবচেয়ে মূল্যবান মুদ্রা উপসাগরীয় দেশ কুয়েতের। এক কুয়েতি দিনার বাংলাদেশের মুদ্রায় প্রায় সাড়ে তিনশ টাকা।

অন্যদিকে তাদের এক দিনার পেতে গুণতে হয় সাড়ে ৩ ডলার। তেল সমৃদ্ধ ছোট্ট দেশটির শক্তিশালী অর্থনীতির কারণেই তাদের মুদ্রা এত মূল্যবান।

কুয়েতের আয়তন মাত্র ১৭ হাজার বর্গ কিলোমিটার। দেশটির ৪৮ লাখ জনসংখ্যার ৩৪ লাখই প্রবাসী।

তবে আয়তন আর জনসংখ্যায় ছোট হলেও পশ্চিম এশিয়ার এই দেশটির স্থানীয়দের প্রায় সবাই উচ্চবিত্ত।

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হলো কুয়েতি দিনার। দেশটির সর্বোচ্চ ব্যাংক নোট মাত্র ২০ কুয়েতি দিনার।

মূলত ভূগর্ভস্থ তেলের মজুদই কুয়েতের অর্থনীতিকে এতো শক্তিশালী করেছে। বিশ্বের অন্যতম জ্বালানি তেলের জোগানদাতা তারা।

দেশটিতে বাস করেন প্রায় ৩ লাখ বাংলাদেশি। কুয়েতের এই সমৃদ্ধ অর্থনীতিতে ভূমিকা রয়েছে তাদের শ্রমেরও।

দামী মুদ্রার তালিকায় অবশ্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর আধিপত্যই বেশি। কুয়েতের পরেই অবস্থান বাহরাইনের মুদ্রার।

দামি মুদ্রার তালিকায় তিন নম্বরে ওমান ও চার নম্বরে অবস্থান জর্ডানের। পাঁচ নম্বরে রয়েছে পাউন্ড আর নয় নম্বরে ডলার।

Post a Comment (0)
Previous Post Next Post