আরব আমিরতের শারজাহ আয়োজিত অনুষ্ঠানে ৬০ হাজার মার্কিন ডলার পুরুস্কার ঘোষণা করেছে, যেভাবে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।


সংযুক্ত আরব আমিরতে বাংলাদেশী প্রতিভাবান বাক্তিদের জন্য রয়েছে সুখবর । আরব আমিরাতে আরব কালচার তাদের ১৯তম পর্বে নন আরাবিদের আরব সংস্কৃতির উপর সংলাপে নির্বাচিত বিজয়ীদের জন্য বড় পুরুস্কার ঘোষণা করেছে ।

ইউনেসকো – শারজাহ প্রাইজ ফর আরব কালচার ১৯তম পর্বের জন্য আরব আমিরাত সরকার । বাংলাদেশিদের কাছ থেকে মনোনয়ন আহ্বান করেছে সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে এই পুরস্কারের আর্থিক মূল্য ৬০ হাজার মার্কিন ডলার ।

প্রতিবছর আরব রাষ্ট্রগুলোর এবং বহির্বিশ্বের দুজন বিশিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আরব সংস্কৃতির উন্নয়ন ও বিস্তার ঘটানো এবং সেই সঙ্গে আন্তসাংস্কৃতিক সংলাপ এবং সমঝোতা বৃদ্ধিতে তাঁদের অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে । একটি আন্তর্জাতিক জুরি প্যানেলের সুপারিশে ইউনেসকোর মহাসচিব কর্তৃক নির্বাচিত দুজন বিজয়ীকে

৬০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৬১ লাখ ৩৪ হাজার ৪০৬ টাকা সমান ভাগ করে দেওয়া হবে । প্রতিবছর আরব রাষ্ট্রগুলোর এবং বহির্বিশ্বের দুজন বিশিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়।

মনোনীত প্রার্থীর পূরণকৃত মনোনয়ন ফরমসহ প্রয়োজনীয় কাগজপত্র ১৫ ডিসেম্বর থেকে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত ই–মেইলে পাঠানো যাবে । পুরস্কার–সম্পর্কিত সব তথ্য এই ওয়েবসাইটে জানা যাবে।

এ পুরস্কারের আবেদন ও মনোনয়ন নিজ নিজ দেশের ইউনেসকো জাতীয় কমিশনের মাধ্যমে আয়োজক সংস্থার কাছে পাঠাতে হবে। পুরস্কারের মনোনয়নের ক্ষেত্রে নারী ও যুবদের অগ্রাধিকারের বিষয় বিবেচ্য।

এ পুরস্কারের জন্য উপযুক্ত প্রার্থী/প্রতিষ্ঠান/সংস্থাকে মনোনয়ন প্রদান এবং মনোনীত প্রার্থী/প্রতিষ্ঠান/সংস্থার পূরণকৃত আবেদন ফরম,

আনুষঙ্গিক কাগজপত্রসহ দুই সেট (হার্ড কপি ও সফট কপি ) ২৩ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনে পাঠাতে হবে ।

إرسال تعليق (0)
أحدث أقدم