সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে রিপন মিয়া নামে এক প্রবাসী প্রায় ২৮ লাখ টাকার মালামাল নিয়ে উধাও হয়েছেন। মুহম্মদ হাসান আলী নামে এক প্রবাসীর ৩ শ গ্রাম গোল্ড, একটি আই ফোন ১৪, ও একটি ল্যাপটপ সহ ২৮ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যান তিনি।
গত ৪ ডিসেম্বর রাতে এই ঘটনা ঘটে। মোহাম্মদ রিপন মিয়া ঐদিন দুবাই এয়ারপোর্টের টার্মিনাল ১ হয়ে বাংলাদেশ বিমানের বিজি ৩৪৮ ফ্লাইটে ঢাকায় আসার কথা ছিল।
ঘটনার বিবরণে মোঃ হাসান আলী জানায়, রিপন মিয়া তার পূর্ব পরিচিত, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার আতোকোড়া ইউনিয়নে। হাসান আলীর বাড়িও একই জেলার সরাইল থানার ফরনান্দপুর গ্রামে।
দীর্ঘদিনের পরিচিত হওয়ায় রিপন মিয়ার মাধ্যমে এই মালামাল দেশে পাঠান। কিন্তু সে দুবাই এয়ারপোর্টে অন্যান্য মালামাল ফেলে গোল্ড ল্যাপটপ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে হন্য হয়ে খুঁজলেও তার কোন সন্ধান পায়নি। এমনকি তার পরিবারে খোঁজখবর নিলেও সেখানেও সন্ধান মেলেনি।
এদিকে প্রবাস জীবনের কষ্টার্জিত ২৮ লক্ষ টাকার মালামাল হারিয়ে পাগলের মত খুঁজে বেড়াচ্ছেন রিপন মিয়াকে। গত ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর থানায় এই ব্যাপারে হাসান আলীর পরিবার একটি অভিযোগও দাখিল করেছেন। গোপন সূত্রে জানাগেছে, রিপন মিয়া ওমানে পালিয়ে গিয়ে আত্মগোপন করে আছেন।
এদিকে আমিরাতে খোজ নিয়ে জানাগেছে, অতি মুনাফার আশায় কিছু প্রবাসী স্বর্ণ ব্যবসা করেন। তারা টিকেট ও কিছু টাকার বিনিময়ে বিভিন্ন লোকের মাধ্যমে গোল্ড ক্রয় করে দেশে পাঠান।
ঢাকা বা চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে নির্দিষ্ট কোন ব্যক্তি এই গোল্ড গুলো রিসিভ করে বহন কারীকে তার পাওনা বুঝিয়ে দেন। এক্ষেত্রে কোন কোন ব্যক্তি সুযোগ বুঝে মালা মাল নিয়ে পালিয়ে যান। এই ঘটনা এখন অহরহ ঘটলেও সোনা পাচারকারীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা কোন ভাবেই।