কাতার বিশ্বকাপ ইতিহাসের নিকৃষ্টতম, কে এই মহিলা

সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপের গোটা আয়োজনের সমালোচনা করলেও রোনালদোর বোন টুর্নামেন্টের ফাইনাল নিয়ে ঠিকই আবার প্রশংসা করেছেন কাতার বিশ্বকাপটা হয়ত ভুলেই যেতে চাইবেন ক্রিস্টিয়ানো রোনালদো। 

ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা পাঁচ আসরে গোল করার বিশ্বরেকর্ড গড়লেও শেষদিকে সিআর সেভেনের সময়টা কেটেছে বেঞ্চে বসেই। 

কোয়ার্টার ফাইনাল থেকে পর্তুগালের বিদায়ে তো ৩৭ বছর বয়সী ফরোয়ার্ডের বিশ্বকাপস্বপ্ন শেষ হয় কান্নাভেজা চোখে। এদিকে নিজের ভাইয়ের শেষ বিশ্বকাপটা এভাবে হতাশাজনক কাটানোর বিষয়টি কাতিয়া অ্যাভেইরোর নিশ্চিতভাবেই ভালো লাগেনি। 

দ্বিতীয় রাউন্ড এবং শেষ আটে রোনালদোকে মূল একাদশে না রাখা নিয়ে কাতার বিশ্বকাপ চলাকালেই সাবেক পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসের সমালোচনা করেছিলেন রোনালদোর বোন। 

টুর্নামেন্ট শেষে কাতার বিশ্বকাপের গোটা আয়োজনকেই ইতিহাসের নিকৃষ্টতম বলে অ্যাখ্যা দিয়েছেন কাতিয়া। তবে কাতার বিশ্বকাপের ফাইনাল নিয়ে ঠিকই আবার প্রশংসা করেছেন তিনি। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে কাতিয়া অ্যাভেইরো বলেন, “এটি ছিল ইতিহাসের নিকৃষ্টতম বিশ্বকাপ। তবে এটি আমাদের দুর্দান্ত একটি ফাইনাল উপহার দিয়েছে। কী দারুণ এক ম্যাচ! 

অভিনন্দন আর্জেন্টিনা।” রোনালদোর জন্য কাতার বিশ্বকাপ হতাশাজনক কাটলেও তার সমসাময়িক প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির জন্য এটি ছিল সব অপ্রাপ্তি ঘুচানোর উপলক্ষ। আলোক ঝলমলে দেড় যুগের ক্যারিয়ারে লিওনেল মেসির একমাত্র অপূর্ণতা ছিল ফিফা বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে সেই অপ্রাপ্তিও আর থাকল না। 

গত রবিবার ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বজয়ের মুকুট পরে আর্জেন্টিনা। 

সেই সঙ্গে মেসিও উঁচিয়ে ধরেন পরম আকাঙ্ক্ষিত ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ট্রফিটি। শুধু তাই না, বিশ্বকাপ ইতিহাসে নতুন ১১টি রেকর্ড জন্ম দিয়ে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড কাতার বিশ্বকাপের ফাইনালটি যেন সবকিছু ছাপিয়ে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের মধ্যকার ব্যক্তিগত লড়াই হয়ে উঠেছিল। 

মেসি আর্জেন্টিনার জার্সিতে জোড়া গোল করলেও জিওফ হার্স্টের পর ফুটবল ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন এমবাপ্পে। মেসির প্রসঙ্গে কিছু না বললেও ২৪ বছর বয়সে পা দেওয়া ফরাসি ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন কাতিয়া অ্যাভেইরো। 

রোনালদোর বোন ইনস্টাগ্রামের স্টোরিতে বলেন, “এই ছেলেটা অবিশ্বাস্য। তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। দুর্দান্ত।”

إرسال تعليق (0)
أحدث أقدم